Monday, January 17, 2022
Homeটপ নিউজবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল্লাহ কে টেকনাফে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল্লাহ কে টেকনাফে ফুলেল শুভেচ্ছা

মুহাম্মদ জুবাইর, টেকনাফ ::
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম.আব্দুল্লাাহ বিশেষ সফরে টেকনাফ আসলে টেকনাফের কর্মরত সাংবাদিকরা সেন্টমার্টিন জেটি ঘাটে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। টেকনাফের কর্মরত সাংবাদিকদের পক্ষে ছিলেন সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,(দৈনিক কর্ণফুলি)টেকনাফ নিউজ ২৪.কমের সম্পাদক ও দৈনিক কক্সবাজার ৭১ এর সহ সম্পাদক মুহাম্মদ তাহের নঈম, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ আমান(দৈনিক মানব জবিন),কায়সার পারভেজ চৌধুরী,মুহাম্মদ জুবাইর(দৈনিক আমাদের কক্সবাজার) ,জিয়াউল হক জিয়া(সাগর দেশ),নুরুল আলম(দৈনিক রুসী গ্রাম)রাশেদ মাহমুদ রাসেল(দৈনিক বাকঁখালী), প্রমুখ। সাংবাদিক নেতা এম,আব্দুল্লাহ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিএফইউজের মহাসচিব সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হয়রানী, সকল সাংবাদিক হত্যার বিচার সহ সকল বন্ধ গনমাধ্যম খুলে দেয়ার আন্দোলনে সকল কে এক যুগে কাজ করার আহবান জানান। তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments