জসিম উদ্দিন টিপু : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টেকনাফ উপজেলা শাখার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়,২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা।
বাহারছড়া শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সচিব শারমিন মোর্শেদ,যুব বাপার সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রাওয়ান,কক্সবাজার জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী,সাধারণ সম্পাদক কলিম উল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক কবি মির্জা জসিম উদ্দিন, সদর উপজেলা বাপার সভাপতি এনামুল হক।
সভায় কোরআন তেলাওয়াত করেন আমিরুল ইসলাম। গীতা পাঠ করেন বাবু আশীষ দেবনাথ। ত্রিপিটক পাঠ করেন বাবু খোকন বড়ুয়া। সভায় টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।#