বার্তা পরিবেশক : ১৮ মার্চ ২০১৯ইং দুপুর ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সৈয়দ নজরুল মালেশিয়ায় অনুষ্ঠিতব্য LIMA-19 এবং ভারতের Port Blair ও থাইল্যান্ডের Phuket বন্দরে শুভেচ্ছা সফরে গমণের উদ্দেশ্যে বিসিজি বার্থ পতেঙ্গা, চট্টগ্রাম এর পার্শ্ব ত্যাগ করে। উক্ত জাহাজের অধিনায়ক হিসাবে ক্যাপ্টেন শেখ মোহাম্মদ জসিমুজ্জামান, (ট্যাজ), বিএসপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন এর নেতৃত্বে ১২ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ১১ জন অসামরিক ব্যক্তি শুভেচ্ছা সফরে গমন করেন। জাহাজ পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ, (জি), পিএসসি বিএন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাজে কর্মরত সকল অফিসার ও নাবিকবৃন্দের পরিবারবর্গ বিসিজি বার্থ পতেঙ্গায় উপস্থিত থেকে প্রিয়জনদের বিদায় জানান। জাহাজটি সফর শেষে আগামী ৭ এপ্রিল ২০১৯ তারিখ সকাল ০৯০০ ঘটিকায় চট্টগ্রামে প্রত্যাবর্তন করবে বলে আশা করা যাচ্ছে।