সংবাদ বিজ্ঞপ্তি : অদ্য ১৬ ডিসেম্বর ২০১৯ তারিখ ৪৮তম মহান বিজয় দিবস। দিবসটি যথাযথ মর্যাদার সহিত পালনের নিমিত্তে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন কর্মসূচি পালন করে। প্রথমে কোস্ট গার্ডে কর্মরত সকল সদস্যদের উদ্দেশ্যে বানী পাঠ করে শোনানো হয়। ঘাটি এবং জাহাজসমূহ দিনে ড্রেস অভারঅল এবং রাতে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। অতপর ঘাঁটিস্থ কেন্দ্রীয় মসজিদে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত মোনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ, (জি), পিএসসি, বিএন। উক্ত বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি বার্থ পতেঙ্গায় বিসিজিএস সৈয়দ নজরুল এবং চাদপুরে বিসিজিএস সবুজ বাংলা পরিদর্শনের জন্য জনসাধারনকে উন্মুক্ত করে দেয়া হয়। জনসাধারন বিজয়ের আনন্দের সাথে কোস্টগার্ডের জাহাজ পরিদর্শন করে বেশ আনন্দিত হয়।