এম.জিয়াবুল হক : বাংলাদেশের সকল জেলা ও উপজেলার কাঁকড়া সরবরাহকারী ব্যবসায়ীদের উপস্থিতির মাধ্যমে ১৫ ডিসেম্বর বিকাল ৩ টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের সদস্য ও কক্সবাজার জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবু তৈয়বের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা কাঁকাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পটল বড়ুয়ার সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত মত বিনিময় সভায় উত্তর কপিলমুনি কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের বক্তব্যের মধ্যদিয়ে সকল জেলা, উপজেলার সকল কাঁকড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ আবু তৈয়ব (চকরিয়া), সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম (কপিলমনি), সহ-সভাপতি শান্তিলাল নন্দী (মহেশখালী), সাধারণ সম্পাদক অজয় বিশ্বাস (বাগেরহাট), যুগ্ন-সম্পাদক সাইফুল ইসলাম (সাতক্ষীরা), সাংগঠনিক সম্পাদক পটল বড়–য়া (চকরিয়া), কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (টেকনাফ), সাধারণ দেবব্রু দাশ দেবু (পাইকগাছ), নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম হাওলদার (বাগেরহাট), সদস্য পরিতোষ বিশ্বাস (সাতক্ষীরা), সাধারণ সদস্য কালা চন্দ (মহেশখালী)।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক হোসেন (কপিলমুনি), দীপঙ্কর নন্দী (কপিলমুনি), শফিকুর রহমান( চকরিয়া), সারনাথ ( চকরিয়া), সৈয়দ (টেকনাফ), আমানুলাহ ( টেকনাফ) কমল বড়ুয়া (টেকনাফ) দীপঙ্কর মজুমদার (মংলা), সত্যজিৎ মন্ডল (মংলা), দেব মৃনাল কান্তি দে (ভাগা), আমিনুল ইসলাম (পাইকগাছা), মোঃ আরিফ বিলাহ (খুলনা), বিজন তরফদার ( দিকরাজ),মোঃ নূরুল ইসলাম (রামপাল), স্বপন মণ্ডল (রামপাল) বাবুল ঘোষ (রামপাল) জালালউদ্দিন (রামপাল) আলমগীর (মহেশখালী), জসিম উদ্দিন (মহেশখালী) মোঃ হাসান আরিফ ( মহেশখালী), দীলিপ সুশীল (মহেশখালী), সুকুমার (বড় মহেশখালী),জাকের আহামদ (চকরিয়া), মোঃ কাজল হোসেন (চকরিয়া),এসএম বাবুল (মহেশখালী), জামাল উদ্দিন (চকরিয়া), প্রভাত বড়ুয়া ( চকরিয়া), আলহাজ্ব মোঃ ইসমাইল (চকরিয়া), আব্দুল রহমান গণি (টেকনাফ) ও মোঃ সেলিম (টেকনাফ) প্রমূখ। #