এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেছেন, তৃণমুল পর্যায়ে আওয়ামীলীগকে গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে হবে। আওয়ামীলীগ জনগণের দল। নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য।
এজন্য দলকে শক্তিশালী করে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পৌছাতে হবে। আর এই দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে কাউকে রেহাই দেওয়া হবে না। ইতোমধ্যে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। তৃনমুলের মতামতের ভিত্তিতে ওয়ার্ড সম্মেলন করা হয়েছে।
শুক্রবার বিকাল তিনটায় উত্তর বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ৯টি ওয়ার্ডের নির্বাচিত সভাপতি/সম্পাদকদের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় পরিচিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি এমআর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল ও সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক। উপস্থিত ছিলেন, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মেরাজ, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ আতিকুর রহমান হানু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাইছার উদ্দিন, জাফর আলম, বরইতলীর সাবেক মহিলা মেম্বার খালেদা বেগম, বরইতলী আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মাহফুজুল হক, বাদল মেম্বার। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।