নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া উপজেলার উপকুলীয় ইউনিয়ন বদরখালীতে অবস্থিত উপমহাদেশ শ্রেষ্ঠ সমবায় সমিতি বদরখালী সমবায় কৃষি উপনেবিশ সমিতির সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল বদরীর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে। নামাজের ইমামতি করেন বদরখালী মাদ্রাসার অধ্যক্ষ ও বদরখালী জামে মসজিদের খতিব মৌলানা আবুল বশর। পরে জানাযা শেষে পরিবার, আত্মীয় স্বজন, গুনগ্রাহীসহ সর্বস্তরের জনসাধারণের অশ্রæজলে তাকে বদরখালী কুতুবনগর জামে মসজিদ করবস্থানে দাফন করা হয়েছে।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খোকন মিয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি’র সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, নবনির্বাচিত চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, বদরখালী সমিতির সভাপতি হাজি নুরুল আলম সিকদার, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর প্রমুখ।
বক্তারা বলেন- ইকবাল বদরী একজন সৎ, নিষ্ঠা ও ন্যায় পরায়ণ লোক ছিলেন। দূর্ণীতি তাঁকে স্পর্শ করতে পারে নি। তাঁর মতো লোককে হারিয়ে আমরা আজ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর বিদায় রাজনীতির মাঠে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
উল্লেখ্য, আগেরতিন বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ইকবাল বদরী বদরখালীস্থ নিজ বাড়িতে গোসল করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। বদরখালী থেকে ইকবাল বদরীকে তাৎক্ষনিক চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে বেলা সাড়ে ১২ টার দিকে মৃত ঘোষণা করেন।
মরহুম ইকবাল বদরী কক্সবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বদরখালী ২নং ব্লক কুতুবদিয়া পাড়ার নিবাসী মরহুম কবির আহমদ ও নুরুন্নাহারের ছেলে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।
এদিকে ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহামদের পক্ষে তাঁর প্রেস সচিব ছাফওয়ানুল করিম প্রদত্ত এক বার্তায় মরহুম ইকবাল বদরীকে একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিত প্রাণ কর্মী হিসাবে উলেখ করেছেন। এম ইকবাল বদরীর আকস্মিক মৃত্যু জাতীয়তাবাদী পরিবার একজন আদর্শিক ও নীতিবান নেতা কে হারাল।
বদরখালী সমিতির সম্পাদক ইকবাল বদরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, বদরখালী সমিতির সভাপতি হাজি নুরুল আলম সিকদার, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী সমিতির সাবেক সভাপতি আবদুল হান্নান বিএম, সাবেক সভাপতি আদম জাহান, মাওলানা মোহাম্মদ শফি, মাস্টার রশিদ আহমদ, সাবেক সম্পাদক দেলোয়ার হোছাইন, সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক সহ-সভাপতি নুরুল আবছার বাবুল, মাস্টার শাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, বদরখালী সমিতির সাবেক পরিচালক শাহাব উদ্দিন শাকিল, বর্তমান পরিচালক হাজি হামিদ উল্লাহ। এছাড়াও সমিতির সকল পরিচালক, সভ্য ও পোষ্যরা, বদরখালী ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। ##