Thursday, March 23, 2023
Homeসারাদেশবগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক |
যশোরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার ভোরে সিংগিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে আটকে আছে।

সকালে খুলনা থেকে যাত্রীবাহী কপোতাক্ষ, বেনাপোল কমিউটার ও রূপসা এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসার কথা থাকলেও কোনও ট্রেনটি যাত্রা করেনি।

যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভোর ৪টার দিকে যশোরের সিংগিয়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সেই সময় থেকেই খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নেয়ার জন্য খুলনা থেকে রিলিফ ট্রেন আসছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ ফের চালু হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments