খাঁন মাহমুদ আইউব, টেকনাফ :
কক্সবাজার’র টেকনাফ পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৩ টি বাসা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানাগেছে। ফায়ার সার্ভিসের অবলাহেলার কারনকেই দ্বায়ী করছেন বাড়ি মালিক জালাল আহমদ।
৮ ম (রবিবার) উপজেলার বাস ষ্টেশন এলাকায় ছিদ্দিক কলোনী নামক ভাড়া বাসায় একটি ব্যাচেলর বাসা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। উক্ত বাসায় রিদুয়ান নামের এক যুবক ভাড়া নিয়ে থাকতেন। দুপুর ১২টার দিকে আগুনের সুত্রপাত হয়। তবে আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কোন পানি আনেনি। স্থানীয় পত্যক্ষদর্শীদের মতে যদি, ফায়ার সার্ভিস পানি নিয়ে এসে আগুন নিভানোর পক্রিয়া চালালে অন্তত সামান্য ক্ষতি হলেও অগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হতো। এলাকাবাসীর প্রচেষ্টায় দেড় ঘন্টায় আগুন পূর্ণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। অপরদিকে পুর্বে রফিক নামের এক ভাড়াটিয়া দোকানদারে সাথে দীর্ঘ বিরোধের জের ধরে উক্ত রফিক আগুন লাগিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন রোজিনা নামের এক ভাড়াটিয়া মহিলা।
তবে এটি কি দূর্ঘটনা নাকি স্বরযন্ত্রের অংশ এখনো পরীষ্কার নয়। আগুন নিয়ন্ত্রনে আনার পর পুলিশ ও উপজেলা প্রশাসন এলাকাটি পরিদর্শন করেছেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সাহায্য তহবিলের জন্য তালিকা করতে দেখা গেছে।
এদিকে ক্ষতিগ্রস্থ বাড়িওয়ালা মি.জালাল আহমদ জানিয়েছেন, আগুনের বিষয়টি অত্যান্ত রহস্য জনক। তিনিও অক্ত রফিকের দিকে সন্ধেহ পুষন করছেন। তাই অনতিবিলম্বে তদন্ত করে আসল রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।