টেকনাফ টুডে ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। অপেক্ষা ছিল প্রতিপক্ষের। এবার তাও নিশ্চিত হয়ে গেল।
আজ শনিবার নেপালের দশরথ রঙ্গসালা স্টেডিয়ামে নেপাল-বাংলাদেশ ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গ্রুপপর্বের দুই ম্যাচে ড্র করে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে লড়বে নেপাল।
দুই ম্যাচের মধ্যে একটিতে জয় ও একটিতে ড্র নিয়ে বাংলাদেশের পয়েন্ট সর্বোচ্চ চার। বাংলাদেশ প্রথম ম্যাচে কিরগিজস্তানকে হারিয়েছে। ফাইনাল হবে ২৯ মার্চ।