ফাইতং ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

এম.জিয়াবুল হক : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুক তথা নৌকা মার্কা সমর্থনে ফাইতং বাজারে সর্বশেষ বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরের পর থেকে ফাইতং ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগি সংগঠন এবং স্থানীয় জনসাধারণ মিছিলে মিছিলে অংশগ্রহন করেন। ওইসময় নির্বাচনী জনসভাটি বিকালের দিকে জনসমাবেশে রূপ নেয়।
ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার ৯ নভেম্বর বিকালে ফাইতং বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
জনভায় প্রধান অতিথি সাংসদ জাফর আলম বলেন, উন্নয়নের জন্য দরকার শেখ হাসিনার সরকার। উন্নয়নের শপথ নিন, নৌকায় ভোট দিন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের পরশে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ফাইতং ইউনিয়নকে ঢেলে সাজাতে হলে আওয়ামীলীগ তথা সরকারের একজন যোগ্য প্রতিনিধি দরকার। প্রিয়নেতা বীর বাহাদুর উসেশিং এমপি ফাইতংবাসির জন্য সেইধরণের একজন যোগ্য প্রার্থীকে নৌকা দিয়েছেন।
তিনি বলেন, ফাইতংবাসি আপনাদেরকে উন্নয়নের পক্ষে থাকতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাই সকলধরণের লোভ-লালসা পদদলিত করে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের পক্ষে থাকুন। একটি সুন্দর ফাইতং ইউনিয়ন গড়তে সহায়তা করুন।
ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু লক্ষীপদ দাশ, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা, লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর।
জনসভায় উপস্থিত ফাইতং ইউনিয়নবাসির উদ্দেশ্যে বক্তব্য দেন ফাইতং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুক। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে প্রিয় ফাইতংবাসি আমাকে আপনাদের খেদমত করতে পাঠিয়েছেন। আগামী ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা উন্নয়নের প্রতীক নৌকায় একটি করে ভোট দিয়ে আমাকে আপনাদের খাদেম হিসেবে কাজ করার সুযোগ দিন। তিনি বলেন, মাননীয় পার্বত্য বিষয়ক মন্ত্রী বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উসেশিং এমপি মহোদয় আপনাদের কাছে সালাম পাঠিয়েছেন। তিনি কথা দিয়েছেন, নৌকাকে বিজয়ী করলে উন্নয়নের মাধ্যমে ফাইতং ইউনিয়নকে একটি মডেল জনপদে পরিণত করবেন।
জনসভায় আরও বক্তব্য দেন ফাইতং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন কোম্পানী, ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এইচএম আহসান উল্লাহ, মেম্বার প্রার্থী শহিদুল্লাহ মিন্টু, মেম্বার প্রার্থী মাহমুদুর রহমান শুক্কুর, ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াই সানু মার্মা, লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও নৌকা মার্কার সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় জেলা উপজেলা ও ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ মিছিলে মিছিলে অংশগ্রহন করেন। #