ফলোআপ : রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে স্থানীয় যুবক নিহতের ঘটনায় ডাকাত জকিরকে প্রধান আসামী করে ১৩ জনের নামে থানায় মামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর উপর্যপুরি গুলিতে স্থানীয় যুবক আবদুস শুক্কুর (৩০) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার সকালে নিহতের পিতা আবুল বশর বাদী হয়ে জকির প্রকাশ ডাকাত জকিরকে প্রধান আসামী করে ১৩ জনের নামে হত্যা মামলাটি দায়ের করেছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা (ওসি তদন্ত) আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ওই মামলায় এবিপিএন ৩ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। মামলার বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। এসময় রোহিঙ্গা ডাকাত জকিরের নেতৃত্বে শুক্কুরের চাচার বাড়িতে এসে শুক্কুরকে গুলি করে হত্যা করে বীরদর্পে চলে যায়। নিহতের চাচা হাশিম ও এবিপিএন জানিয়েছিল আইন শৃংখলা বাহিনীর সোর্স সন্দেহে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে র‌্যাব ১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন শুক্কুর র‌্যাব এর সোর্স ছিল না। র‌্যাবকে যাতে কেউ তথ্য দিয়ে সহায়তা না করে সেজন্য ভয়ভীতির মধ্যে রাখার জন্য জকির এই কৌশল গ্রহন করেছে জকির।