‘পয়লা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি নয়’

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

পয়লা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মোটরসাইকেল আরোহীর কাঁধে এবং হাতে কোনো ব্যাগ রাখা যাবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃংখলা সংক্রান্ত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

নববর্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মোটরসাইকেল চালক ও আরোহীদের বলছি- (নববর্ষের দিন) কোনক্রমেই মোটরসাইকেলে একজনের বেশি আরোহীকে আমরা চলতে দেব না। যারা মোটরসাইকেল চালান তারা যাতে কোনো আরোহী না নেন এ বিষয়ে আমাদের বিশেষ নজর থাকবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা আরও একটি বিষয়ের ওপর বিধিনিষেধ আরোপ করছি। সেটা হলো- অনেকে কাঁধে করে ব্যাগ নিয়ে ঘোরেন, পয়লা বৈশাখের দিন এই ধরনের ব্যাগ পরিহার করবেন।’

‘বিশেষ প্রয়োজনে ব্যাগ বহন করতে হলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দেখাতে বলা মাত্র দেখিয়ে দেবেন। তবে ব্যাগ না নিয়ে চলার জন্যই বিশেষভাবে অনুরোধ করব’ যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পয়লা বৈশাখ বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখছি। আমাদের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে। উন্মুক্ত স্থানে যাতে কোনো অনুষ্ঠান না হয় সেদিকে তারা নজর রাখবেন।’

তিনি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় যারা অংশ নেবেন তারা প্রথম থেকেই অংশ নেবেন। মাঝখানে কেউ এর ভেতরে ঢুকবেন না। প্রতি বছর যেমন প্ল্যাকার্ড হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন, এবারও সেই একইভাবে অংশগ্রহণ করতে হবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো একদম নিষেধ। বিকট শব্দ করে কেউ এ ধরনের অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারবেন না।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগরের বর্ষবরণের মূল ভেন্যু রমনা পার্ক, চারুকলা ইন্সটিটিউট, রবীন্দ্রসরোবর ও অন্যান্য স্থানে বিশেষভাবে নিরাপত্তা নিশ্চিতে আমার ব্যবস্থা নিচ্ছি।’

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইভটিজিং প্রতিরোধে সিসি ক্যামেরা বসাব। আর ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন স্থানে সাদা পোশাকে গোয়েন্দারা থাকবেন। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ কন্ট্রোলরুম থাকবে। স্কুল-কলেজের অনুষ্ঠানে তাদের নিজেদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে আমাদের বেশ কিছু ইউনিফর্মধারী পুলিশও সেখানে কাজ করবেন নিরাপত্তার জন্য।’

কোনো আশংকা থেকে এ ধরনের বিধিনিষেধ দেয়া হচ্ছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো আশংকা নেই। সিকিউরিটি রিজন থেকে আমরা এগুলো করছি।’