প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করা সম্ভব ” উখিয়া এসি ল্যান্ড

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফারুক আহমদ : উখিয়ায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ৩ মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান (২৩ সেপ্টেম্বর ) সোমবার অনুষ্টিত হয়েছে। সিপ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফখরুল ইসলাম।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় ও বাংলা জার্মান সম্প্রতি সংস্থার ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে সভা পতিত্ব করেন, বিজিএস হেড অফিসের প্রোগ্রাম ব্যবস্থাপক জগদীশ চন্দ্র রায়।
বিজিএস আঞ্চলিক ট্রেনিং সেন্টারের ম্যানেজার মো: দিদার উদ্দিনের পরিচালনায়
প্রধান অতিথি এসি ল্যান্ড বলেন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জণ করে মানব সম্পদে পরিণত করা সম্ভব। এতে নিজেদের ভাগ্যও পরিবর্তন হবে।
জালিয়া পালংয়ের পান্যাশিয়া বিজিএস আঞ্চলিক ট্রেনিং সেন্টারের হল রুমে এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জালিয়া পালং চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। স্বাগতম বক্তব্য রাখেন আরটিসি ম্যানেজার মোঃ দিদার উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উখিয়া সংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, প্রশিক্ষক ইমন সরকার, মিজানুর রহমান, আব্দুল বাতেন ও মহিলা প্রশিক্ষক নাজনিন আক্তার। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আফসানা আকতার জুলি ও সমিরা আকতার।পরে প্রশিক্ষণাথীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে বিজিএস ট্রেনিং সেন্টারের ম্যনেজার মো: দিদার উদ্দিন জানান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এর সহযোগিতায় বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) সিপ প্রকল্পের আওতায় স্হানীয় বেকার যুবক-যুবতীদেরকে টেইলারিং ফ্যাশন গার্মেন্টস, ইলেকট্রেনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস ও ফ্যাশন গার্মেন্টস বিষয়ে ৬ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে । প্রশিক্ষন শেষে দক্ষতা অর্জনকারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।