Monday, January 17, 2022
Homeজাতীয়প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

টেকনাফ টুডে ডেস্ক : সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তিতে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

গতকাল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সন্ধ্যা সাতটায় সরকার প্রধানের এই ভাষণ বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দলটির সভানেত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments