Monday, January 17, 2022
Homeটপ নিউজপ্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখতে টেকনাফ সদর ইউনিয়নে জনতার ভিড়

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখতে টেকনাফ সদর ইউনিয়নে জনতার ভিড়

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
পূর্ব ঘোষনা অনুযায়ী টেকনাফ সদর ইউনিয়নের উদ্যোগে ভিডিও কনফারেন্স দেখার ব্যবস্থা করা হয়।ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে প্রধানমন্ত্রীর এই অনুষ্টান দেখতে সর্বস্থরের জনসাধারণ ভিড় জমায়।এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া মার্শাল, প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ, নারী সদস্যা রানু আক্তার, খদিজা বেগম, লাইলা প্রমুখ। এসময় চেয়ারম্যান উপস্থিত জনসাধারনকে বলেন আজ প্রধানমন্ত্রী অজানা অনেক সুখ-দুঃখের বর্ণনা শুনবেন এবং দিক নির্দেশনা প্রদান করবেন।
সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন, সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের নামে অরাজকতা সৃষ্টি সহ পরিবেশ বিনষ্টের ঘটনার পর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।
ইতিপূর্বে প্রধানমন্ত্রী স্ব-শরীরে মানুষের সঙ্গে আলাপ করতেন। কিন্তু ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তির বদৌলতে দেশ এখন অনেক এগিয়ে গেছে। এখন ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্তে যোগাযোগ করা সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি ব্যবহার করেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments