নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে আলেম ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন।
মিলাদ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের নানা আয়োজনে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বাবু রাহুল বড়ুয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার সাইফুল ইসলাম বাবু,১নং ওয়ার্ডের সভাপতি মকসুদ,সাধারণ সম্পাদক কফিল, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহŸায়ক রুবেল, এমইউপি আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহŸায়ক মাহফুজ, যুগ্ন আহŸায়ক আবিদ সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##