প্রথিতযশা রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আলীর ৭৩ তম জন্মদিন আজ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডটকম :
প্রথিতযশা রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আলীর ৭৩ তম জন্মদিন আজ।
১৯৪৭ সালের ১লা এপ্রিল এদিনে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামে সাধারন কৃষক পরিবারে জন্মগ্রহন করেন তিনি। পিতা মৃত আমীর হোসেন, মাতা মৃত সুফিয়া খাতুন।

প্রায় ৫ দশক ধরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িয়ে থেকে তৃণমুল থেকে শীর্ষ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

১৯৯৬ সালে তিনি প্রথমবার আওয়ীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ৩ বার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের টিকেটে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন তিনি।

এর আগে ১৯৮৪ সালে হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ৩বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন তিনি। সর্বশেষ চলতি উপজেলা নির্বাচনে (২০১৯) বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী ছিলেন তিনি।

বর্তমান টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করা প্রথিতযশা এ নেতা কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

মুক্তিযুদ্ধের সংগঠক, সৎ, স্পষ্টভাষী হিসাবে পরিচিত অধ্যাপক মোহাম্মদ আলী ৩ ছেলে ১ মেয়ের জনক।
স্ত্রী মাহমুদা খাতুন একজন আদর্শ গৃহিনী হিসাবে পরিবার ও রাজনীতিতে স্বামীর ছায়া সঙ্গী।

অধ্যাপক মোহাম্মদ আলী টেকনাফের রাজনীতিতে এক জীবন্ত কিংবদন্তী।