টেকনাফ টুডে ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রথম দফার করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সব ক্রিকেটারের ফলাফল নেগেটিভ এসেছে। শনিবার হবে দ্বিতীয় দফার কোভিড-১৯ পরীক্ষা। এ পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা রোববার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। তার আগে দুই দিন ক্রিকেটাররা নিজ বাসায় আইসোলেশনে থাকবেন।
শুধু ক্রিকেটাররা নয়, শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে টিম হোটেল সোনারগাঁওয়ের যে সব স্টাফ জাতীয় দলের বহরের সেবায় নিয়োজিত থাকবেন- তাদের সবার নমুনা নেয়া হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ২০০ জনের কাছাকাছি।
শুক্রবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘গত দুই দিনে সব মিলিয়ে প্রায় ২০০ জনের করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছিল। ভালো খবর হলো, সবার নমুনার ফলই এসেছে নেগেটিভ। তবে প্রথম দফায় নেগেটিভ এলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। শতভাগ নিশ্চিত হতে শনিবার আবার নেয়া হবে সবার নমুনা।
সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে।’
সিরিজ শুরুর আগে ওয়ানডের প্রাথমিক দলকে দুই গ্রুপে ভাগ করে আগামী ১৪ ও ১৬ই জানুয়ারি মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিশ্চিতভাবেই চূড়ান্ত দল বাছাইয়ে বড় ভূমিকা পালন করবে। ১৬ই জানুয়ারির ম্যাচের পর বিসিবির ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে টাইগারদের ক্যাম্প শুরুর দিনেই। ক্যারিবীয়দের কোয়ারেন্টিন শেষে ২০শে জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দু’দলের লড়াই। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫শে জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে এবং শেষটি হবে চট্টগ্রামে। আগামী ৩রা ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ই ফেব্রুয়ারি।
ওয়ানডের প্রাথমিক দল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, ইয়াসির আলী, নাঈম শেখ ও রুবেল হোসেন।
টেস্টের প্রাথমিক দল: মুমিনুল হক, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মিথুন আলী, ইয়াসির আলী, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও ইবাদত হোসেন।