নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম : রাতের আঁধারে পালিয়ে আসতে গিয়ে মাকে হারিয়ে ফেলেছেন প্রতিবন্ধী সাবেরা (৩০)। সাবেরা স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। মাটিতে হাতের সাহায্যে হাঁটতে হয় তাকে।
রোববার গভীর রাতে টেকনাফের নাইট্যংপাড়া সীমান্ত দিয়ে নাফ নদীর তীরে কাদা মাটি মাখিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে চলছিলেন সাবেরা। জানালেন, চাচার কাঁধে চড়ে দীর্ঘপথ পাড়ি দিয়েছেন তিনি। রোববার রাতে নৌকায় ওঠার সময় পেরামপুরু এলাকায় হারিয়ে ফেলেন মা ও চাচাকে।
সাবেরা জানায় পরিবারে মা ছাড়া তার আর কেউ ছিল না।
এখন কার সাথে সে থাকবে কোথায় যাবে তা জানেনা এই কথা বলতে বলতে রাতের অন্ধকারে তাকাচ্ছিল নাফ নদীর ওপারে যদি অন্য কোন নৌকায় তার মা আসেন এ আশায়।