আমার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে বক্তব্য :
গত২০-০৭-২০১৯ ভোর ৪ টা ২০মিনিটের সময় আমি নামাজ পড়তে বের হই।নামাজ পড়ে এসে দেখি বাড়ির বাউন্ডারিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।আমি হত বিহ্বলিত হয়ে বাড়িতে ঢুকে মোটর ছেড়ে দিয়ে উপর্যুপরি পানি ঢেলে আগুন নেভাই।পরে সিসি ক্যামেরায় দেখতে পাই আগুন দিয়েছে এই কথিত চাম্পা।
পরে খোঁজ নিয়ে চাম্পাকে ষ্টেশনে পাই।আমি হিতাহিত জ্ঞান হারিয়ে তাকে মারধর করি। সে ইতিপূর্বে শতশত বার বাড়িতে গিয়ে বাড়ির সমস্ত কাপড় চোপড় জিনিস পত্র চুরি করে নিয়ে আসে। আমার দোকানে গিয়ে আমার ছেলেদের মারধর করে। দোকানের সামনে ও বাড়িতে অসংখ্যবার মল ত্যাগ করে দেয়। কারো কথা শোনেনা। তার ব্যাপারে এখন যারা অভিযোগ তুলছে তাদের কাছে নালিশ দিলে দায়িত্ব নেয়না। আমি যদি তার এ সমস্ত গর্হিত কাজের জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে মেরেও থাকি তার জন্য আমি দূঃখিত।সামাজিকভাবে এটার সুষ্ঠু সমাধানে আমি আগ্রহী।
আর একটা রাজনৈতিক দলের ক্যাডার পরিচয় দিয়ে যেভাবে এ ব্যাপারটাতে রাজনৈতিক রঙ মেশানো হচ্ছে আমি তার নিন্দা জানাচ্ছি। আমি ভুল করেছি, এবং নিঃশর্ত ক্ষমা চাই। যারা এই বিষয়টাতে রাজনীতির রঙ মিশিয়ে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন, আপনাদের অনুরোধ করবো তা পরিহার করতে। নয়তো মনে করবো চম্পাকে দিয়ে আপনারা এটা করাচ্ছেন। এর দায় দায়িত্ব আপনাদের নিতে হবে।
উল্লেখ রইলো বাড়ি সংলগ্ন আমার কাজী অফিস। এখানে অগ্নিকান্ড ঘঠালে কিংবা অফিসের ডকুমেন্টস এর ক্ষতি সাধিত হলে আপনারা দায়ী থাকিবেন।
অতএব সকলে মিলে সমাধানের জন্য বসি।দায়িত্ব নিয়ে কথা বলি।
কাজী নুরুল হক
হ্নীলা, টেকনাফ