পেকুয়ায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অনিয়মের অভিযোগে ফের নির্বাচনী তফশিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

পেকুয়া(কক্সবাজার)সংবাদদাতাঃ
কক্সবাজারের পেকুয়ায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে লিখিত অভিযোগে তোলপাড় দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুষ্টিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের তপশিল ঘোষনার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘঠেছে, উপজেলার পেকুয়া জিএমসি ইউনিস্টিটিউশান উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, সারাদেশের শিক্ষা প্রতিষ্টানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্নে সম্প্রতি আদেশ জারী করে সরকার। উক্ত আদেশের সূত্রে পেকুয়া জিএমসি ইউনিস্টিটিউশান উচ্চ বিদ্যালয়ে ৩০মার্চ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্নের কথা রয়েছে। কিন্তু যথাযথ নিয়ম নীতি অমান্য করে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৯মার্চ গোপনে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্নের কথা জানায়। এনিয়ে ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকাবাসীর মাঝে তীব্র মিশ্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদের জের ধরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের হয়। এতে বেকায়দায় পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে অনুষ্টিত নির্বাচন বাতিল করে পেকুয়া জিএমসি ইউনিস্টিটিউশান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৪মার্চ পুনরায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের তপশিল ঘোষনা করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার মোঃ জহির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৯মার্চের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন প্রক্রিয়া বাতিল করে ৪মার্চ পুনরায় নির্বাচনের তপশিল ঘোষনা করা হয়েছে।