পেকুয়ায় মাটির ঘর ধ্বসে সহোদরের মৃত্যু

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পেকুয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাদের মা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার পুতন আলীর ছেলে শের আলী (৩) ও ইয়াসিন আলী (২)। তাদের মা আলমাস খাতুনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল করিম জানান, রাতে খাওয়ার পর দুই ভাই ও মা আলমাস খাতুন মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘরের দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শের আলীর মৃত্যু হয়। মা ও ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছোট ভাই ইয়াসিনের মৃত্যু হয়।