নিজস্ব প্রতিবেদক : পল্লী বিদ্যুত সমিতি কক্সবাজারের উদ্যোগে পেকুয়া উপজেলায় সাব জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাব জোনাল অফিসের শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিদ্যুতের সাব জোনাল অফিস উদ্বোধনকে ঘিরে এক সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বিদ্যুত বিভাগের পেকুয়া উপজেলাস্থ সাব জোনাল অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পলী বিদ্যুত সমিতি কক্সবাজারের জিএম আক্তারুজ্জামান লস্কর। চকরিয়ার জোনাল অফিসের ডিজিএম মোসাদ্দেকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার ওসি তদন্ত মো.মিজানুর রহমান, জেলা আ’লীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম, উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, পলী বিদ্যুত সমিতি কক্সবাজারের ভাইস প্রেসিডেন্ট আলহাজ মো.হায়দার আলী, পেকুয়ার সাব জোনাল অফিসের ইনচার্জ প্রকৌশলী শ্যামল কুমার মলিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এইচ,এম বদিউল আলম, শিলখালীর চেয়ারম্যান নুরুল হোছাইন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এমআজম খান, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাছির উদ্দিন বাদশা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো: বারেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, উপজেলা আ’লীগ নেতা খলিলুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুুরুল আবছার, সেক্রেটারী এস,এম শাহাদাত হোছাইন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গণি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার ২০২২ সালের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুত সুবিধা নিশ্চিত করবে। সেইলক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন। যার মাধ্যমে দেশের প্রতিটি পরিবার বিদ্যুত সুবিধা ভোগ করতে সক্ষম হবে। তিনি বলেন, ২০২০ সালকে সরকার মুজিব বর্ষ ঘোষনা করেছে। আশাকরি দেশবাসি মুজিব বর্ষ পালনের মাধমে শতভাগ বিদ্যুত সুবিধা করতে পারবে।
তিনি সমাবেশে ঘোষনা দেন, সারাদেশের মতো চকরিয়া-পেকুয়া উপজেলায় মুজিব বর্ষকে টার্গেট করে যে সব এলাকায় এখনো বিদ্যুত পৌছেনি অতিসহসা সেসব এলাকায়ও বিদ্যুতের আওতায় চলে আসবে। সেইভাবে বিদ্যুত সুবিধা নিশ্চিতে কাজ করছেন সংশ্লিষ্ট বিভাগের লোকজন। মনে রাখতে হবে জোট সরকার ৩২০০ মেগাওয়াট বিদ্যুত রেখে ক্ষমতা থেকে চলে গিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার সরকার ২০ হাজার মেগাওয়াট বিদ্যুত বর্তমানে দেশে সরবরাহ দিয়েছেন। এরপরও জাতীয় গ্রিডে আরও নতুন করে বিদ্যুত যুক্ত হচ্ছে। এই সাব জোনাল অফিসটি পেকুয়ায় বিদ্যুত সরবরাহ ও গ্রাহক সেবা নিশ্চিত করতে আরেকটি নতুন অধ্যায়ের সুচিত হল। এটি একটি মাইলফলক পেকুয়াবাসীর জন্য।##