পেকুয়ায় প্রবাসীর স্ত্রী লাপাত্তা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় কাতার প্রবাসির স্ত্রী লাপাত্তা হয়েছে। ২৭এপ্রিল গভীর রাতে ওই মহিলা স্বামীর সংসার থেকে পালিয়ে যান। এনিয়ে ওই মহিলার ভাসুর জসিম উদ্দিন বাদি হয়ে পেকুয়া থানায় একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ করেছেন। গৃহবধুর নাম তসলিমা বেগম (২৫)। তিনি উপজেলার টইটং ইউনিয়নের ভেলুয়ার পাড়া এলাকার কাতার প্রবাসি গিয়াস উদ্দিনের স্ত্রী। থানায় দায়ের কৃত অভিযোগ সুত্রে জানা গেছে ওইদিন রাত আনুমানিক ১টার দিকে তসলিমা স্বামীর বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। গিয়াস উদ্দিন কাতারে অবস্থান করার সুবাধে তসলিমা পরকীয়ায় জড়িয়ে যান। এর সুত্র ধরে রাতে তার দু’কন্যা সন্তানকে ঘুমিয়ে রেখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করে। তবে তার সন্ধ্যান পাওয়া যায়নি। তসলিমার মা ছকিনা বেগম জানায় আমার মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যান। মেয়ের জামাই পক্ষকে সহায়তা করতে থানায় এসেছি। জান্নাতুল ফেরদৌস ও সুমি আক্তার পারভিন নামে পাঁচ বছর ও তিন বছরের নাতনী রয়েছে। মা তাদের ছেড়ে পালিয়ে গেছে।