Thursday, March 23, 2023
Homeকক্সবাজারপেকুয়ার দূধর্ষ সন্ত্রাসী আরমান প্রকাশ আলম ডাকাত গ্রেপ্তার ও স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার

পেকুয়ার দূধর্ষ সন্ত্রাসী আরমান প্রকাশ আলম ডাকাত গ্রেপ্তার ও স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দূধর্ষ সন্ত্রাসী আরমান প্রকাশ আলম ডাকাত(২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে, তার স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে থানা সূত্র জানায়। পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া এ প্রতিবেদককে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়ায় দূধর্ষ সন্ত্রাসী আরমান প্রকাশ আলম ডাকাত(২৪)কে আটক করে পুলিশ। সে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বদিউদ্দিনপাড়া এলাকার আবুল হোছনের পুত্র। তার বিরুদ্ধে পেকুয়া থানার মামলা নং- ০৩, তাং- ১৩/০২/১৭ইং, ধারা- ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-অ এবং সংক্রান্তে গ্রেফতারকৃত এবং যাহার বিরুদ্ধে ইতি পূবে (০১) পেকুয়া থানার মামলা নং- ১৩(৭)১২, ধারা- ১৪৩/ ৪৫২/ ৩২৩/ ৩০৭/ ৩৭৯/ ৩৮০/ ৩৫৪/ ৫০৬ দঃ বিঃ (০২), পেকুয়া থানার মামলা নং- ২০(১১)১৪, ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩৮৫/ ৩৮৭/ ৪২৭/ ৫০৬দঃ বিঃ, (০৩) সিআর ৫৯৬/১৫ এর পরোয়ানা ভুক্ত ধৃত আসামী এবং (০৪) পেকুয়া থানার মামলা নং ৩(১০)১৬, ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩২৫/ ৩৮৫/ ৩৮২/ ৩০৭/ ৫০৬(২)/ ৩৪ দঃ বিঃ, (০৫) পেকুয়া থানার মামলা নং- ১৩(১২)১৫, ধারা- ১৪৩/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ৩০৭ দঃ বিঃ এজাহার নামীয় ও অভিযোগপত্র ভুক্ত পলাতক আসামী। মামলা সমূহ বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। পরে, তার স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে ০১টি দেশীয় তৈরী এক নলা বন্দুক এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। থানা সূত্রের দেয়া তথ্যে আরো জানা গেছে যে, গত ১৩/০২/১৭ইং তারিখ রাত অনুমান ০২.২০ ঘটিকার সময় বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতারকৃত আসামী মোঃ আরমান প্রঃ আলম প্রঃ আলম ডাকাত (২৪), পিতা- আবুল হোছন, সাং- বদিউদ্দিন পাড়া, ০৭নং ওয়ার্ড, রাজাখালী ইউপি, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার এর স্বীকারোক্তি ও দেখাইয়া দেওয়ার ভিত্তিতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি এক নলা দেশীয় তৈরী বন্দুক এবং ০২ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার পূর্বক বিধি মতে জব্দ করা হয়। থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) জিয়া মোঃ মোস্তাফিজ ভূইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনজুর কাদের মজুমদার, এসআই/ সরোজ রতন আচার্য্য, এসআই/ টিবলু মজুমদার, এসআই/ মোঃ নাছির উদ্দিন, এএসআই/ মণিতোষ চাকমা, এএসআই/ সজীব চৌধুরী, এএসআই/ হুমায়ুন কবির সহ সঙ্গীয় ফোর্স উক্ত অভিযানটি পরিচালনা করেন। উল্লেখ্য উক্ত আসামী ইতিপূর্বে পুলিশ আক্রান্ত, চাঁদাবাজি, হত্যা প্রচেষ্টা সহ শ্লীলতাহানি, খুন করার অভিপ্রায়ে গুরুত্বর আহত করার অপরাধে বিভিন্ন মামলার পলাতক আসামী ছিল। অস্ত্র মামলা ছাড়াও তার নামে মোট ০৫ (পাঁচ) টি মামলার সন্ধান মিলেছে। পেকুয়া থানার ও.সি জিয়া মোঃ মোস্তাফিজ ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments