এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি |
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফুর রশিদ খাঁনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে পেকুয়া প্রেসক্লাব।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া প্রেসক্লাবের সহ সভাপতি মীর মোশারফ হোসেন টিটুর সভাপতিত্বে এসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ উপদেষ্টা এড কামাল হোসেন, পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ বিটু, কক্সবাজার জেলা আ’লীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকি, পেকুয়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, পেকুয়া জিএমসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান চৌং, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া শহিদ জিয়াউর রহমান কলেজের প্রিন্সিপাল ওবাইদুর রহমান ও পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম প্রমুখ।
এছাড়াও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইউএনও’র পেকুয়া ছেড়ে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। গত দুই বছরে তিনি পেকুয়ার মানুষের মনে স্থান করে নিয়েছেন। পেকুয়ার মানুষ ইউএনও মারুফুর রশিদকে ভূলবে না, ভূলতে পারবেনা।
ইউএনও’র স্মৃতিচারণ মূলক বক্তব্যে তার উলে¬খযোগ্য বিভিন্ন ভাল কাজের বর্ণনা করেন বক্তারা।