যুগান্তর :
চট্টগ্রাম অঞ্চলের পেঁয়াজের দামের কারসাজিতে জড়িত ১৬ প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ তালিকা পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। জেলা প্রশাসনের অনুসন্ধানে যে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে এর মধ্যে ১২ জনই টেকনাফ এলাকার।
সিন্ডিকেটের মধ্যে রয়েছে টেকনাফ এলাকার আমদানিকারক সজিব, টেকনাফের মম (মগ), ফোরকান (পেঁয়াজ বিক্রেতা), আলীফ এন্টারপ্রাইজ, আমদানিকারক জহির, আমদানিকারক সাদ্দাম, সিএন্ডএফ কাদের, পেঁয়াজের দালাল শফি, গফুর (পেঁয়াজ বিক্রেতা), মিন্টু (পেঁয়াজ বিক্রেতা), খালেক (বিক্রেতা), টিপু (বিক্রেতা), খাতুনগঞ্জের আজমির ভাণ্ডার, নগরীর স্টেশন রোড এলাকার ‘মেসার্স সৌরভ ব্রাদার্স’, রিয়াজউদ্দিন বাজারের ‘এ হোসেন ব্রাদার্স’ ও খাতুনগঞ্জের ‘মেসার্স আলাহর দান স্টোর।’