পেঁচারদ্বীপ সৈকত সংলগ্ন সাগরে ভেসে গেছে এক স্কুল ছাত্র

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শহীদুল্লাহ্ কায়সার ॥
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ সৈকত সংলগ্ন সাগরে গোসল করতে নেমে ভাটের টানে ভেসে গেছে অষ্টম শ্রেণির এক ছাত্র। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপে এই ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইন-চার্জ ইন্সপেক্টর আতিক উল্লাহ্ জানিয়েছেন, ভেসে যাওয়া স্কুল ছাত্রের নাম দেলোয়ার (১৪)। সে খুলনার, সোনাডাঙ্গার সাব্বির আহমদের পুত্র।
জানা গেছে, পেঁচারদ্বীপে বাতিঘর নামে একটি রিসোর্টের মালিক ঢাকার ব্যবসায়ী আবু সাদাত মোহাম্মদ লাভলু। সাগরে ভেসে যাওয়া কিশোর তাঁর ভাগ্নে। আত্মীয়-স্বজনদের সাথে সে লাভলুর মালিকানাধীন রিসোর্টে উঠে। সকাল ১০ টার দিকে সাগরে সবার সঙ্গে গোসল করতে নামার একটু পরেই ভাটার টানে ভেসে যায়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সন্ধ্যা ৭ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভেসে যাওয়া স্কুল ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।