ফারুক আহমদ, উখিয়া :
উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক কর্মশালা গত মঙ্গলবার উখিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুল নেচা বেবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন রাজাপালং ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন কক্সবাজার তথা উখিয়ার পুরো এলাকার মানুষকে সব সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বসবাস করতে হয়। বিশেষ করে প্রতি বছরই পাহাড় ধস ভূমি ধস জলোচ্ছ্বাস বন্যা সহ বিভিন্ন দুর্যোগ হয়ে থাকে। উক্ত দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা এবং জানমাল রক্ষা করার জন্য পূর্ব প্রস্তুতি হচ্ছে আমাদের প্রধান কাজ। এজন্য দুর্যোগ মোকাবেলায় আরও বেশি সচেতন হতে হবে সকলকে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় উপজেলা প্রশাস ও বেসরকারী উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করেন।
দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স কর্মকর্তা, এনজিও কর্মী ও সিপিপি স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন ।
বিদ্যামান ঝুঁকি হ্রাস ও বিপদাপন্ন এলাকায় দুর্যোগ মোকাবেলায় ব্যবস্হাপনা ও গৃহিত পরিকল্পনা সমূহ উপস্থাপনাা করেম যথাক্রমে একশনএইড বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক এম এম জগলুল রাজিব ও ইউএনডিপি’র ফিল্ড কর্মকর্তা খেমাজন ত্রিপুরা।
অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক ও সমন্বয়ক ছিলেন একশনএইড বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা ট্রেইনার এম খায়রুল বাসার।
উক্ত কর্মশালায় দুর্যোগ পূর্ববর্তী.দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উপজেলা কমিটির দায়িত্ব ও করনীয় সমুহ ধারণা দেওয়া হয়। এ সময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গনমাধ্যম কর্মী, শিক্ষক, ইমাম, রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক, সিপিপি সহ কমিটির সদস্যগন অংশ গ্রহন করেন।