টেকনাফ টুডে ডেস্ক : পেনাল্টি থেকে গোল করলেন নেইমার। গোল পেলেন আদ্রিওঁ রাবিও। এই দুইয়ের গোলে আমিয়াঁরের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পিএসজি। যে জয়ে ফ্রেঞ্চ লিগ ক্লাপের শেষ চারও নিশ্চিত করেছে দলটি।এদিন গোল করে দারুণ একটা কীর্তিই গড়েছেন নেইমার। পিএসজির হয়ে শীর্ষ চার প্রতিযোগীতা লিগ ওয়ান, চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ কাপ ও ফ্রেঞ্চ লিগ কাপের অভিষেকেই গোল করলেন ব্রাজিলিয়ান তারকা। এদিকে কীর্তি গড়েছে পিএসজিও। ঘরোয়া কাপ প্রতিযোগিতায় টানা ৩৫ ম্যাচে জয় পেয়েছে দলটি।
এদিন এডিনসন কাভানিকে ছাড়াই মাঠে নামে পিএসজি। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। আদ্রিওঁ রাবিও গোলটি করেন ৭৭ মিনিটে। ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন আমিয়াঁরের গোলরক্ষক।