শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে নাইক্ষ্যংছড়িতে আসছেন । শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ি পৌঁছবেন তিনি। প্রতিমন্ত্রির সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, প্রতিমন্ত্রির আগমনের কর্মসূচীতে সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউজ পৌছেঁ প্রশাসন এবং দলীয় নেতাদের সাথে কৌশল বিনিময় করে উপজেলার দৌছড়ি ইউনিয়নের তুলাতুলী এলাকার সেতু ভিত্তিপ্রস্থর স্থাপন। সাড়ে ১১টায় দৌছড়ি ইউনিয়ন পরিষদ সংগ্ল কমিনিউটি ক্লিনিক সেন্টারসহ ক্রোরিকং এলাকার উপজাতীয় ছাত্রাবাস উদ্বোধন। ১টায় জন সাধারনের উদ্দ্যোশে লেম্বুছড়ি মাঠে জনসভা অনুষ্টনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি। বিকেল সাড়ে ৪টায় বান্দরবান উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।