পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদির খানের ইন্তেকাল

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পাকিস্তানের পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫।

রোববার (১০ অক্টোবর) দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক টুইটে লিখেছেন, এটি জাতির জন্য বড় শূন্যতা। জাতির প্রতি তার সেবার জন্য পাকিস্তান তাকে আজীবন স্মরণ করবে।

এপিপি এর তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন ড. আবদুল কাদির খান। এরপর গত ২৬ আগস্ট তিনি রিসার্চ ল্যাবরেটরিজ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন ড. আবদুল কাদির খান। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি পাকিস্তানে চলে যান।