ফরিদুল আলম : কক্সবাজার র্যাব-১৫ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ায় চিহ্নিত এক ইয়াবা গডফাদারের চালান মওজুদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। এই ঘটনায় আরো দুই মাদক কারবারী পালিয়ে যায়।
সুত্র জানায়, ২১নভেম্বর (রবিবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় শেখ উদ্দিনের বাড়িতে অভিযানে যায়। এসময় অভিযান টের পেয়ে চিহ্নিত দুই মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়ির মালিক মৃত ইসলাম মিয়ার পুত্র শেখ উদ্দিন (৫১) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। ধৃত ব্যক্তির স্বীকারোক্তিতে বসত-বাড়ি তল্লাশী করে ১২হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###