পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সুপ্রিয় টেকনাফ সদর ইউনিয়নবাসী,
আপনারা নিশ্চই অবগত আছেন,সম্প্রতি করোনা ভাইরাসের কারণে বিশ্বময় সবার মাঝে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। দিনের পর দিন মৃত্যু মিছিল দীর্ঘ হচ্ছে। বাংলাদেশেও গত কয়েকদিনে আক্রান্ত ও মৃতের হার কয়েকগুন বেড়ে গেছে। আজ পর্যন্ত টেকনাফ উপজেলায় এ পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত হয়েছে। তাদেরকে রামুতে আইসোলেশনে পাটানো হয়েছে। শত শত বাড়ি, লোকালয় ও হাজারো লোকজন লকডাউনে আছে। কর্মহীন হয়ে পড়া লোকজন বাড়িতে এক অনাকাঙ্ক্ষিত অবসাদের জীবন যাপন করছেন। শীঘ্রই এ অবস্থা কেটে যাবে মহান আল্লাহর কাছে এটাই প্রত‍্যাশা করছি।

আতঙ্ক বা ভয় নয়, সচেতন হয়ে সতর্কতার সাথে সকল নিয়ম মেনেই মারাত্মক ছোঁয়াছে এ ভাইরাসটি প্রতিরোধ করা সম্ভব। করোনা প্রতিরোধে একমাত্র উপায় হচ্ছে সামাজিক দূরত্বে থাকা বা পরস্পর নিরাপদ দূরত্বে ঘরে অবস্থান করা। তাই জনসমাগম এড়িয়ে ঘরে অবস্থান করার অনুরোধ জানাচ্ছি।

পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি সকল দল মত নির্বিশেষে যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষায় পারিবারিক, ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাচ্ছি।

আমি মাহে রমজানে টেকনাফ সদর ইউনিয়নবাসী’সহ সবাইকে তথা বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করছি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

আমার কষ্ট,পরিশ্রম, ত‍্যাগ, সুচিন্তা যদি আপনাদের একটুও উপকারে আসে, ভবিষৎতে অাপনাদের যে কোন দুখে, দুর্দশায় পাশে থাকতে পারি তবেই আমি সার্থক।সকলের জীবন হউক অাকাশের মতন বিশাল ও প্রস্ফুটিত সে দৃড় কামনায়।

আবু ছৈয়দ
প্যানেল চেয়ারম্যান, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ।

  • শুভেচ্ছা