পদ্মাবতী : আস্থা শহিদের সেন্সর বোর্ডেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পদ্মাবতীর ভবিষ্যৎ সেন্সর বোর্ডের হাতে তুলে দিয়েছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও সংসদীয় প্যানেল। আর তাতেই আশার আলো দেখছেন শহিদ কাপুর। তার কথায়, ‘আশা করা যায় এবার পদ্মাবতী মুক্তি পাবে।’১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘পদ্মাবতী’র। কিন্তু রানি পদ্মিনীর নাচের দৃশ্য নিয়ে বিতর্ক শুরু হয়। বিক্ষোভ দেখাতে শুরু করে রাজপুত কর্ণী সেনা। তারা দাবি করে, ছবিতে সুলতান আলাউদ্দিন খলজির স্বপ্ন-দৃশ্যে ঘনিষ্ঠ অবস্থায় দেখানো হয়েছে রানিকে।
পরিচালক সঞ্জয় লীলা বানশালী অবশ্য ফিল্মে এ ধরনের কোনও দৃশ্য থাকার কথা অস্বীকার করেছেন। ক্রমে বিক্ষোভ ছড়াতে থাকে দেশজুড়ে। গুজরাট থেকে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিভিন্ন রাজ্য ছবিটি নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাতে থাকে। এরপরই পদ্মাবতীর প্রযোজক ও নির্মাতা সংস্থা নিজেরাই ছবির মুক্তি অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেয়।
যদিও সুপ্রিম কোর্টে মামলা উঠলে, প্রতিবারই পদ্মাবতীর মুক্তি আটকানোর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। পরে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও সংসদীয় প্যানেলে ডেকে পাঠানো হয় পরিচালক বানশালী ও সেন্সর বোর্ড প্রধান প্রসূন জোশীকে। সেখানেই কমিটি জানায়, ছবি মুক্তি পাবে কি না, সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।
সেই প্রসঙ্গেই শহিদ একটি অনুষ্ঠানে বলেন, ‘একটা বড় বৃত্ত। যেখান থেকে শুরু হয়েছিল, সেখানেই এসে দাঁড়িয়েছি আমরা। ছবি মুক্তি পাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সেন্সর বোর্ডই সঠিক। এমনিতেই অনেকটা সময় চলে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি পদ্মাবতী মুক্তি পাবে।’
তিনি বলেন, ‘উড়তা পাঞ্জাব-এর সময়েও অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল। কিন্তু শেষমেশ ছবি মুক্তি পেয়েছিল। সবাই দেখেও ছিল। আমার বিশ্বাস পদ্মাবতীর ক্ষেত্রেও ব্যাপারটা একই হবে।’
তবে এই গোটা পর্বে যেভাবে দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি থেকে মাথার দাম ঘোষণা করা হয়েছে, তার তীব্র নিন্দা করেছেন হৃতিক রোশন, বরুন ধবন, সোনাক্ষী সিনহারা।
হৃতিক বলেন, ‘আমাদের সমাজ যে এখনও বড় হয়নি, এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।’
বরুন বলেন, ‘মানুষ প্রতিবাদ জানাতেই পারে। কিন্তু তা বলে সহিংসতা ছড়ানো কেন?’
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সোনাক্ষী বলেন, ‘যেভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, সেটা ঠিক নয়। কড়া ব্যবস্থা নেওয়া উচিত।’