নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম |
“দেখুন বাংলাদেশ জানুন বাংলাদেশ শ্লোগানে” পথ থেকে পথে ক্লান্তিহীন ছুটে চলেছে ওরা। কখনও পাহাড়ী পিছঢালা উচু নীচু পথে, কখনো সাগর সৈকতে। ছুটে চলার ক্লান্তি নেই ওদের। উদ্দেশ্য একটাই বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরা। ওরা ৩ সদস্যের সাইক্লিস্ট দল।
শুক্রবার (৩০ ডিসেম্বর) কক্সবাজার হতে মেরিন ড্রাইভ সড়ক হয়ে সাইকেল চালিয়ে টেকনাফে পৌঁছে ৩ সদস্যের এই সাইক্লিস্ট দল।
বিখ্যাত সাইক্লিস্ট মোঃ আবুল হোসেনের নেতৃত্বে এই দলে ছিলেন গাজী মুনছুর আজিজ ও রুবেল হোসেন।
এখানেই তাদের সাথে কথা হয় সংবাদকরর্মীদের ।
আবুল হোসেন জানান, সেই ১৯৯৮ সাল থেকে দেশ বিদেশে সাইকেল চালিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সাইকেল চালিয়ে তিনি ভারত, নেপাল, ভূটান, পাকিস্থান, আফগানিস্থান, সুদান, থাইল্যান্ড মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন।
তবে এইবার কক্সবাজার হতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ পর্যন্ত ভ্রমণ করেছেন তিনটি উদ্দেশ্য নিয়ে।
প্রথমত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে দেশ বিদেশের তুলে ধরার মাধ্যমে পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করে তোলা।
দ্বিতীয়ত ভিজিট বাংলাদেশ-২০১৬ লক্ষ্যমাত্রাকে আরো এগিয়ে নেয়া ও তৃতীয়ত কক্সবাজার হতে টেকনাফ পর্যন্ত দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কটিকে একটি আন্তর্জাতিক মানের সাইক্লিং রোড হিসাবে বিশ্বের কাছে তুলে ধরা।
ঢাকার কাটাবনে অবস্থিত পথিক নামের একটি পর্যটন উন্নয়ন সংস্থার ব্যানারে তারা এই কাজটি করে যাচ্ছেন তারা। আবুল হোসেন এই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক অন্যরা ভলান্টিয়ার।
এর ফলে কক্সবাজারের তথা দেশের পর্যটন খাত আরো বেশী পরিচিত ও আকর্ষনীয় হয়ে উঠবে বলে মনে করেন তারা।
এই দলটি শুক্রবার সকাল ১১টায় কক্সবাজার কলাতলী হতে সাইকেল চালানো শুরু করে বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ জিরো পয়েন্টে এসে পৌছেন।