পতেঙ্গায় বি*য়া*র বোঝাই নৌকা জব্দ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : বাংলাদেশ কোস্টগার্ড পতেঙ্গা আউট পোস্টের জওয়ানেরা চরপাড়া ঘাটে অভিযান চালিয়ে ৫শ ক্যান বিয়ার বোঝাই নৌকা জব্দ করেছে।

সুত্র জানায়, ৩০জানুয়ারী ভোর ৫টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা সমুদ্র সৈকত চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযানকালীন ১ টি ডিঙি নৌকা ঘাটে ভিড়ানো অবস্থায় কয়েকজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ডের টহল বোট নৌকাটির কাছে যায়। এসময় তারা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি ঘাটে রেখে দ্রæত লোকালয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের আভিযানিক দল নৌকাটি তল্লাশি চালিয়ে ৫টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা হতে মোট ৫শ ক্যান বিয়ার জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,জব্দকৃত বিয়ার ও নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।