টেকনাফ টুডে ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় হাসান পারভেজ (৫৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাখিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামের হাজী জয়নুল হক শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন হাসান। এসময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’