সংবাদ বিজ্ঞপ্তি : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মাইক্রোবাসযোগে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম জেলার কালুরঘাট হতে পটিয়ার দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৮ আগস্ট ২০২২ ইং তারিখ ০০৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন কালুরঘাট টু পটিয়া বাইপাস রোড এর উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশী করে আসামী ১। মোঃ সোহেল (২৭), পিতা- আব্দুর রহিম, সাং- দূর্গাপুর, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, ২। মোঃ জয়নাল আবেদীন রাশেদ (৩০), পিতা- মির্জা কামাল সওদাগর, সাং- মির্জাপুর, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম এবং ৩। শাফায়েত হোসেন (২২), পিতা- সালেহ আহম্মেদ, সাং- পশ্চিম ওলি নগর, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামদের আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে মাইক্রোবাসের পিছনের সীটের পা রাখার স্থান হতে ০৪ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ৩৪৯ বোতল ফেন্সিডিল এবং ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্ত এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
