নয়াবাজার সাতঘরিয়া পাড়ার নাছির ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং নয়াবাজারের নাছির ইয়াবাসহ চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছে।

সুত্র জানায়, গত ১২ নভেম্বর রাত সোয়া ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া সিএমপি থানাধীন নতুন ব্রীজ বশিরুজ্জামান চত্বর এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে ২হাজার ইয়াবাসহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার সাতঘরিয়া পাড়ার (মৌলভী আবছারের বাড়ি সংলগ্ন ) আব্দুল গফুরের পুত্র মোঃ নাছির উদ্দীন হাতেনাতে গ্রেফতার করে।
চট্টগ্রাম ডিএনসি গোয়েন্দা উপ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে আসামির বিরুদ্ধে ইয়াবা মামলায় চট্টগ্রাম বাকলিয়া সিএমপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ( মামলা নং-৩৪ (১১)২০২০) উক্ত আসামী ইয়াবা সরবরাহ ও বিক্রয় করার জন্য উক্ত ইয়াবা নিয়ে চট্টগ্রাম এসেছিল, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।