নয়াবাজারের দেলোয়ার ৯০হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজারের র‌্যাব-১৫এর সদস্যরা মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ৯০হাজার ইয়াবাসহ হোয়াইক্যং নয়াবাজারের দেলোয়ারকে আটক করেছে।
জানা যায়, ৯জুলাই ভেঅররাত ১টারদিকে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি চৌকষ আভিযানিক দল কক্সবাজারের রামু হিমছড়ি সাহাত ওসামা বিন আফসান (রাঃ) হেফজখানা সংলগ্ন জনৈক আবু তাহের সওদাগরের পাশে মেরিন ড্রাইভ সড়কে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে কয়েকজন লোক পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারের মৃত নুরুচ্ছালামের পুত্র দেলোয়ার হোসেন (২৮) কে আটক করে। এরপর তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৯০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেও ধৃত মাদক কারবারীসহ স্থানীয় শক্তিশালী একটি চক্র এবং বিভিন্ন পয়েন্টে আরো কয়েকটি চক্র মাদক কারবানে সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে। ###