সাদ্দাম হোসাইন : মাদকের আখড়া খ্যাত নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে জনৈক যুবক এমপি ইউনুছের খুচরা ইয়াবা বাণিজ্য ও সেবনে সাধারণ রোহিঙ্গারা অতিষ্ঠ হয়ে উঠলেও আতংকে মুখ খুলতে পারছেনা। এই ব্যাপারে ক্যাম্প সংশ্লিষ্ট আইন-শৃংখলা রক্ষী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, গত (৪ আগষ্ঠ) রবিবার রাতে নয়াপাড়া শরনার্থী ক্যাম্প আই বøকের ৫২৬নং শেড ৫নং রোমের বাসিন্দা ছৈয়দ আহমদের পুত্র মোঃ ইউনুছ প্রকাশ এমপি ইউনুছ বিক্রি ও সেবনের জন্য ইয়াবা প্যাকেট করছে। যা ভিডিও ফুটেজে ধরা পড়েছে। উক্ত এমপি ইউনুছ ইয়াবা খুচরা বিক্রির নগদ টাকার উত্তাপ এবং সেবনের পর মাতলামিতে পার্শ্ববর্তী সাধারণ রোহিঙ্গাদের বিভিন্নভাবে অতিষ্ঠ করে আসছে। কেউ প্রতিবাদ করলে অথবা বাঁধা দিলে তার উপর নেমে আসে নানা রকম হুমকি-ধমকি এবং হামলার মতো ঘটনা। এই বিষয়টি অত্র ক্যাম্পের আইন-শৃংখলা বাহিনীর সাবেক সদস্যরা অবগত থাকলেও কোন ধরনের আইনী পদক্ষেপ না থাকায় সে দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে। ভয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সাধারণ রোহিঙ্গা এসব অভিযোগ উত্থাপন করেন।
প্রকাশ্যে ইয়াবা বিক্রি,গণনা ও সেবনের ভিডিও ফুটেজের ব্যাপারে অভিযুক্ত কথিত এমপি ইউনুছের মুঠোফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
এই ব্যাপারে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের ইনচার্জ মো: আব্দুস সালাম জানান,আমি এই বিষয়ে কিছুই জানিনা। কেউ আমাদের অবগতও করেনি। যদি অভিযোগ করিলে পুলিশ উক্ত সেবনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
সাধারণ রোহিঙ্গারা মাদকসেবী ও বিক্রেতা কথিত এমপি ইউনুছসহ সব মাদক কারবারী এবং সেবীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আইন-শৃংখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। ###