নয়াপাড়া শরণার্থী ক্যাম্প অপরাধীদের আইনের আওতায় আনা দরকার শীর্ষক সংবাদে একজন অপরাধীর সাথে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সৈয়দ উল্লাহর

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

গতকাল ৮ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডে ডটকম এ নয়াপাড়া শরণার্থী ক্যাম্প অপরাধীদের আইনের আওতায় আনা দরকার শীর্ষক সংবাদে চিহ্নিত অপরাধী নুরুল আলমের সাথে জড়িয়ে সংবাদ প্রকাশের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ক্যাম্পের সাবেক চেয়ারম্যান সৈয়দ উল্লাহ।
তার প্রতিবাদ খানা তুলে ধরা হলো : নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা ও কমান্ডার হত্যা মামলার আসামী নুরুল আলমের সাথে জড়িয়ে ও তার সাথে ছবি যুক্ত করে যে সংবাদ খানা প্রকাশিত হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। উক্ত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মোটেও সত্য নই এবং প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ কল্পনাপ্রসুত, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। কেননা আমি ক্যাম্পে ও ক্যাম্পের বাইরে কোন ধরনের অপরাধের সাথে কখনো জড়িত ছিলাম না। সংবাদে আমাকে আনসার কমান্ডার হত্যা মামলার আসামী হিসাবে উল্লেখ করা হয়েছে, তাও সত্য নয়। আমি আনসার কমান্ডার হত্যা কেন, অতীতে ও বর্তমানে কখনো কোন মামলার আসামী ছিলাম না এবং নেই। গত ২৬ বছর ধরে আমি নয়াপাড়া ক্যাম্পে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি ফলে এই সময়ের মধ্যে আমার বিরুদ্ধে কখনো কোন অপরাধে জড়িত থাকার মামলা তো দুরে থাক অভিযোগও নেই। এ কারণে আমি ক্যাম্পে গত ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৩বছর সফলতার সাথে ক্যাম্প চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। ক্যাম্পে সংঘটিত গুম-খুন সহ কোন ধরনের অপরাধের সাথে আমি কখনো জড়িত ছিলাম না এবং কোন ধরণের অপরাধের সাথে আমার ন্যুনতম কোন সম্পর্ক নেই।
সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে প্রয়োজনে তা ক্যাম্প ইনচার্জ সহ আইন শৃংখলা বাহিনীর প্রতি তদন্ত করার জন্য আমি আহবান জানাই। যদি আমার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগের প্রমান পান তাহলে আইনানুযায়ী যে শাস্তি হয় আমি তা মেনে নিতে বাধ্য হব।
কাজেই আমি উক্ত সংবাদে আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের প্রতিবাদ জানাই এবং এব্যাপারে আইন শৃংখলা বাহিনী সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হতে বিনীত অনুরোধ জানাব পাশাপাশি সাংবাদিক ভাইদের প্রতি যাচাই বাছাই করে সংবাদ প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে আপনাদের লেখনীতে কোন নিরীহ ব্যক্তির হয়রানীর শিকার হতে না হয়।

বিনীত
সৈয়দ উল্লাহ
সাবেক চেয়ারম্যান, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প
টেকনাফ।