নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ আটক : অভিযান অব্যাহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ লোকজনকে আটক করেছে।
সুত্র জানায়, ৩ অক্টোবর দুপুর আড়াই টারদিকে উপজেলার নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের (মোচনী) পুলিশ ফাড়ির এসআই মনির গোপন সংবাদের ভিত্তিতে লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর বি-বøকে ৩৫০নং রোমে অভিযান চালিয়ে নরসিংদী জেলার বাদশা মিয়ার পুত্র মোঃ রফিকুল (৩২), অজ্ঞাত মহিলা এবং ঘরের মালিক মোঃ হাসিমের পুত্র আব্দুর রহমান (৩০) কে ২হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক করে।
মোচনী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করে বলেন,আটককৃতদের নিয়ে আরো ইয়াবা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বিধায় বিস্তারিত জানানো যাচ্ছেনা।