টেকনাফ টুডে ডেস্ক : নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আইডি কার্ড তৈরীর ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও ওয়াইফাই রাউডারসহ এক দোকানদারকে আটক করেছে।
গতকাল ২০ডিসেম্বর দুপুরে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের আইসি বাবুল সর্ঙ্গীয় পুলিশী টহলদল নিয়ে বি-ব্লকে অভিযান চালিয়ে অবৈধভাবে দোকান খুলে আইডি কার্ড তৈরীসহ নানা অপরাধে সম্পৃক্ততার অভিযোগে মোচনী পাড়ার মৃত আব্দুর রশিদের পুত্র ও এসএফ এন্টার প্রাইজের স্বত্তাধিকারী মোঃ শফি আলমকে তৈরীকৃত আইডি কার্ড, ১টি ল্যাপটপ, প্রিন্টার,স্ক্যানার, ওয়াইফাই রাউডার, ২টি সিসি ক্যামেরাসহ আটক করে।
এই ব্যাপারে অভিযান পরিচালনাকারীর নিকট জানতে চেয়ে বার বার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না হওয়ায় কোন বক্তব্য পাওয়া না গেলেও আইন-শৃংখলা বাহিনীর বিশ্বস্ত সংস্থা এই অভিযানের সত্যতা স্বীকার করেন।