নয়াপাড়া ক্যাম্পের সৈয়দ আহমেদ মাঝিকে গুলিবিদ্ধ করার ঘটনায় আটক-৭

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের সাব মাঝি সৈয়দ আহমদকে অপহরণ করে গুলিবিদ্ধ করার ঘটনায় ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ৭জনকে আটক করেছে।

সুত্র জানায়, গত ৩১জুলাই বিকালে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা জাদিমোরা, শালবাগান ও নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালিয়ে এইচ ব্লকের ৬৩৫/১ নং শেডের বাসিন্দা মোহাম্মদ সোলতানের পুত্র সাব মাঝি সৈয়দ আহমদকে অপহরণ করে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় জড়িত আই ব্লকের ৫২০/৩ নং শেডের বাসিন্দা হাজী শুক্কুরের পুত্র সৈয়দ করিম (৪০), ৫৩৮/২ নং শেডের বাসিন্দা মৃত মো: নবীর পুত্র মোঃ সালাম (২৭), ৫৫৪/২ নং শেডের বাসিন্দা মৃত অলি আহমদের পুত্র মোঃ ইসমাইল (২৬), ৫৫৪/১ নং শেডের বাসিন্দা মৃত মোঃ সোলতানের পুত্র মোঃ রফিক (৪৩), ৫০৩/৬ নং শেডের বাসিন্দা নুর হোসেনের পুত্র মোঃ রুবেল (২৩), ৫০৪/৩ নং শেডের বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র মোঃ ইসমাইল (৪৬) এবং এইচ ব্লকের ৬৮২/৪ নং শেডের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী শমসিদা বেগম (২৩) কে গ্রেফতার করে।

এই ব্যাপারে কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মো: তারিকুল ইসলাম তারিক জানান, ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###