হুমায়ূন রশিদ : টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত গ্রæপের সদস্য শিয়াইল্যাকে ২টি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) রাত সাড়ে ৯টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল শালবাগান রাস্তার মাথায় কতিপয় অস্ত্রধারী ও মাদক কারবারী অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রেজিষ্টার্ড মোচনী ক্যাম্পের এইচ বøকের মৃত করিম উল্লাহর পুত্র মোঃ সেলিম ওরফে শিয়াইল্যা (২৪) কে বাজারের ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ২টি দেশীয় তৈরী ওয়ানশুটার গান এবং ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র ও ইয়াবাসহ ধৃত ডাকাত সদস্যকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###