নয়াপাড়া ও জাদিমোরা ক্যাম্পে ৩জনকে সাজা ও জরিমানা আদায়সহ হত্যা মামলার আসামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফের নয়াপাড়া ও জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে ভ্রাম্যমান আদালত ও ১৬এপিবিএন পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩জনকে সাজা প্রদান করে জরিমানা আদায়সহ হত্যা মামলার আসামীকে আটক করেছে।
সুত্র জানায়, ৭জুলাই (বুধবার) বিকাল সোয়া ৫টায় নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জকির ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য এবং হত্যা মামলার আসামী ব্লক-ডি, শেড নং-৭৫৮/৩ এর বাসিন্দা মোঃ কাশেমের পুত্র মোঃ আনোয়ার হোসেন (৩৮) কে গ্রেফতার করে। সে টেকনাফ মডেল থানার চাঞ্চল্যকর শুক্কুর হত্যা মামলার এজাহার নামীয় আসামী। যার মামলা নং- ১১(১১)২০ইং।
অপরদিকে ভোররাত প্রথম প্রহরে জাদিমোরা ২৭নং ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন পুলিশ সদস্যরা টহলকালে ব্রিকফিল্ড এলাকা হতে মদ্যপ অবস্থায় জাদিমোর স্থানীয় মোহাম্মদ তৈয়বের পুত্র ইউনুস (১৯), মোহাম্মদ উল্লাহর পুত্র আমান উল্লাহ (২১) এবং ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-২এর বাসিন্দা মমতাজের পুত্র সৈয়দ আলম (৩০) কে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ধৃত আসামিদের মধ্যে ইউনুস এবং আমান উল্লাহকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও সৈয়দ আলমকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ডসহ প্রত্যেককে ৫শ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন।
কক্সবাজার ১৬এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য ধৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###