নৌকার মনোনয়ন নিয়ে হাটে হাঁড়ি ভাঙ্গলেন সাইফুদ্দিন খালেদ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বিষয়: টেকনাফ পৌরসভা নির্বাচন !!!!

একজন অজনপ্রিয় মানুষ মনোনয়ন পাওয়ার পর জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে!!
জনগণ ত্যক্ত বিরক্ত…!!
দলের নেতাকর্মী ও জনগণ এর মধ্যে হতাশা নেমে এসেছে….
প্রয়োজনে জনগণ একজন আত্মস্বীকৃত চোরাকারবারী/মাদক কারবারিকেও বেছে নিতে পারে..!!!
তবুও অজনপ্রিয় এই প্রার্থীকে চাই না..

আমরা কি টেকনাফের জনগণকে একজন আত্মস্বীকৃত অপরাধীকে বেছে নেওয়ার দিকে ঠেলে দিচ্ছি ??
মাদকের গন্ধহীন জনপ্রতিনিধি কি টেকনাফের জনগণের ভাগ্যে কোনদিন জোটবে না???

আমরা আর অন্ধকারে থাকতে চাই না…..
জনগনের পক্ষ থেকে চাপ বাড়ছে…..

২৩/১১/২০২১ ইং।

নৌকার মনোনয়ন প্রত্যাশী সেক্টর কমান্ডার্স ফোরাম টেকনাফ উপজেলা সভাপতি সাইফুদ্দিন খালেদের টাইমলাইন থেকে